Solution
Correct Answer: Option C
ক্লোরোফর্ম মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন অদাহ্য তরল। এর রাসায়নিক নাম ট্রাইক্লোরো মিথেন। জারিত হয়ে ধীরে ধীরে কার্বনিল ক্লোরাইড নামে এক ধরনের বিষাক্ত গ্যাসে পরিণত হয়। একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। এটি অপারেশনে চেতনা নাশক হিসেবে, পচন নিবারণের কাজে ও ঔষুধে দ্রাবক ও বিকারক হিসেবে ব্যবহৃত হয়।