উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
Solution
Correct Answer: Option A
• উত্তর গোলার্ধে ২১ জুন গ্রীষ্মকালের অক্ষীয় বিচ্যুতি বা গ্রীষ্মকালীন অয়নান্ত হয়।
-এদিন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকে।
• উত্তর গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ২২ ডিসেম্বর।
-এদিন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে দূরে থাকে। একে উত্তর গোলার্ধের শীতকালের অক্ষীয় বিচ্যুতি বা শীতকালীন অয়নান্ত বলা হয়।
• ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ উভয় গোলার্ধে সূর্যের সমান দূরত্বে থাকে। একে বিষুবীয় অক্ষীয় বিচ্যুতি বা বিষুবীয় অয়নান্ত বলা হয়।