কেপলার- ৪৫২-বি কী?

A পৃথিবীর মত একটি গ্রহ

B NASA -এর অত্যাধুনিক টেলিস্কোপ

C সূর্যের মত একটি নক্ষত্র

D একটি মহাকাশ যান

Solution

Correct Answer: Option A

- এই গ্রহগুলো নিজেদের কক্ষপথের তারার এত কাছে অবস্থান করছে যে, এগুলোতে প্রাণের অস্তিত্ব পাওয়া আর পানি পাওয়া কঠিন।
- এ গ্রহগুলোর তাপমাত্রা অনেক বেশি।
- ২০১৫ সালের ৬ জানুয়ারি কেপলার-৪৩৮ ও কেপলার-৪৪০ তারা দু-টির উল্লেখযোগ্য গ্রহ জগৎ আবিষ্কারের ঘোষণার সঙ্গে সঙ্গে কেপলার-৪৪২বি গ্রহ আবিষ্কারের কথাও ঘোষণা করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions