বাংলা ভাষার মৌখিক রূপ কে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষার প্রধান রুপ দুটি মৌখিক ও লৈখিক।
- বাংলা ভাষা প্রধান বা মৌলিক রূপ দুইটি । যথা -
- লৈখিক রূপ এবং মৌখিক ।
- লেখার রীতি ভাষার মৌলিক রীতি।
- লৈখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে ।
১) সাধু, ২ ) চলিত
-মৌখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে ।
১) চলিত ২) আঞ্চলিক ( উপভাষা )