বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A গ্রীসে
B রোমে
C মেসোপটেমিয়ায়
D ভারতে
Solution
Correct Answer: Option C
‘মেসোপটেমিয়া’ শব্দটির অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে বিস্তৃত ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল।