Correct Answer: Option D
ড্যাশ এর ব্যাবহারঃ
ক. কোনো কথার উদারণ বুঝাতে
খ. পৃথক ভাবাপন্ন একাধিক বাক্য এক বাক্য স্থাপন করতে - ব্যাবহার করা হয়।
যেমনঃ তোমরা কায়িক শ্রম কর -
এতে তোমাদের সম্মান যাবেন না - বাড়বে।
কমার (,) ব্যবহারঃ
ক. বাক্য পাঠকালে সুস্পষ্টত বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয় ।
যেমনঃ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে ।
খ. সম্বোধনের পরে কমা বসাতে হয় । যেমনঃ শফিক, এদিকে এসো ।
গ. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে । যেমনঃ ১৬ই পৌষ, বুধবার, ১৪২৪ ।
কোলনের ব্যবহারঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় ।
যেমনঃ সভায় সাব্যস্ত হলোঃ একমাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে ।
সেমিকোলনের ব্যবহারঃ
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে ।
একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিতে সেমিকোলন ব্যাবহার করা হয়। ,
সোর্সঃ ড. সৌমিত্র শেখর
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions