মাইকেল মধুসূদন দত্তের ‘ বঙ্গভাষা’ কবিতাটি কোন ছন্দে রচিত?

A স্বরবৃত্ত

B অক্ষরবৃত্ত

C মাত্রাবৃত্ত

D অমিত্রাক্ষর ছন্দ

Solution

Correct Answer: Option B

-'বঙ্গভাষা' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত ।
-প্রতিটি চরণে ১৪ মাত্রায় দুটি পর্ব ।
-প্রথম পর্ব ৮ মাত্রার ও দ্বিতীয় পর্ব ৬ মাত্রার ।
-এই সনেটে কবি শুধু তার সুগভীর হৃদয়াবেগকেই প্রকাশ করেননি, সব কিছুকে ছাপিয়ে উঠেছে মাতৃভাষার মহিলা এবং ঐ ভাষার প্রতি কবির সুগভীর দরদ ।
-যেমন কবির ভাষায়- হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions