'এমন মেয়ে আর দেখিনি।' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
A কর্তায় শূন্য
B অপাদানে শূন্য
C অধিকরণে শূন্য
D কর্মে শূন্য
Solution
Correct Answer: Option D
কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্মকারক। ক্রিয়াকে ‘কী/কাকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্মকারক পাওয়া যায়। সে অনুযায়ী মেয়ে কর্ম কারক।