কোনটির অভাবে চিঠি লেখার ঊদ্দেশ্য ব্যর্থ হয়?
Solution
Correct Answer: Option B
- 'প্রাপকের ঠিকানার' অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়।
- কেননা, চিঠি লেখা হয় প্রেরকের মনের বক্তব্য প্রাপকের নিকট পৌঁছাবার জন্য, যদি প্রাপকের ঠিকানা সঠিক ভাবে লেখা না হয়ে থাকে তবে তা প্রাপকের নিকট চিঠি পৌঁছবে না। এতে করে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়।