আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ?
Solution
Correct Answer: Option D
খোয়াবনামা বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত উপন্যাস। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে। একই বছরের এপ্রিলে বইটি বেরোয় পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ প্রকাশনী থেকে।আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়াবনামা' (১৯৯৬) উপন্যাসের উপজীব্য কাত্তলাহার বিলের দুধারের চাষী-মাঝিদের জীবনচরিত। ফকির-সন্নাসী বিদ্রোহের সৃতিবিজড়িত শ্লোক আর গাথায় যমুনা তীরে জেলে-মাঝি কৃষকের জীবনকে আশ্রয় করে বেড়ে উঠেছে এ উপন্যাস। উপন্যাসের প্রায় দুই তৃতীয়াংশ পরে ঘটনার প্রেক্ষিতে প্রচণ্ডভাবে আসে ১৯৪৭ সালের দেশবিভাগ।