তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার দুইগুন অপেক্ষা ৩০ কম হলে বৃহত্তম সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি, সবথেকে ছোট সংখ্যাটি x
তাহলে অপর সংখ্যা দুটি (x+2) এবং (x+4)
প্রশ্নমতে, (x+4)*2 - 30 = x
⇒ 2x + 8 - 30 = x
⇒ x = 30 - 8
⇒ x = 32
∴ বৃহত্তম সংখ্যাটি, x + 4 = 32 + 4 = 36