‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় কী হবে?
Solution
Correct Answer: Option C
কতিপয় এককথায় প্রকাশ: যে নারীর কোনো হিংসা নেই- অনসূয়া, যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ, যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া, যে নারীর নতুন বিয়ে হয়েছে- নবোঢ়া, যে নারীর সন্তান হয় না- বন্ধ্যা, যে নারীর স্বামী মারা গেছে- বিধবা।