রাজিয়া খানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? 

A বটতলার উপন্যাস 

B অনুকল্প 

C দ্রৌপদী 

D বৃত্তায়ন 

E

Solution

Correct Answer: Option C

- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
- ১৯৭৪ এর দেশ বিভাগের পরবর্তী প্রেক্ষাপটে ‘বটতলার উপন্যাস’টি রচিত হয়।

তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- 'অনুকল্প' (১৯৫৯),
- ‘প্রতিচিত্র’ (১৯৭৬),
- ‘চিত্রকাব্য’ (১৯৮০),
- ‘দ্রৌপদী’ (১৯৯৩) মুক্তিযুদ্ধভিত্তিক,
- ‘পদাতিক’ (১৯৯৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions