Solution
Correct Answer: Option B
বিশেষ্য শব্দের এক বচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝায়। যেমন- সিংহ বনে থাকে (একবচন ও বহুবচন দু-ই বোঝায়)।
- পোকার আক্রমণে ফসল নষ্ট হয় (বহুবচন)।
- বাজারে লোক জমেছে (বহুবচন)।
- বাগানে ফুল ফুটেছে (বহুবচন)।
অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হয়েও বহুবচন হতে পারে। যেমন- বাজারে লোক কম। মৌমাছি মৌচাক বানায়। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।