ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন?
A হযরত শাহ মখদুম
B হযরত শাহ পরাণ
C হযরত শাহ জালাল
D হযরত শাহ সুলতান
Solution
Correct Answer: Option C
- ইবনে বতুতা ছিলেন একজন মরক্কোর বিখ্যাত পর্যটক।
- ১৩৪৬ সালের ৯ জুলাই তিনি বাংলার শাসক ফখরুদ্দিন মুবারক শাহের আমলে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলায় প্রবেশ করেন।
- তিনি হযরত শাহ জালালের (র.) সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন।
- ইবনে বতুতা একদিন ও এক রাত হযরত শাহ জালালের আশ্রমে অবস্থান করেন।
- তিনি বাংলার সৌন্দর্য এবং মানুষের আতিথেয়তার প্রশংসা করেছিলেন।
- তার ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত বইয়ের নাম হলো কিতাবুল রেহালা।