‘দ্বারা’, ‘দিয়া’, ‘কর্তৃক’—এইগুলো কোন বিভক্তি?
A তৃতীয়া বিভক্তি।
B দ্বিতীয়া বিভক্তি।
C চতুর্থী বিভক্তি।
D পঞ্চমী বিভক্তি।
Solution
Correct Answer: Option A
- বাংলা ব্যাকরণে, ‘দ্বারা’, ‘দিয়া’, ‘কর্তৃক’—এই অনুসর্গগুলো তৃতীয়া বিভক্তির চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
- এগুলো সাধারণত করণ কারকে (উপায় বা মাধ্যম বোঝাতে) এবং কর্মবাচ্যের কর্তার সাথে যুক্ত হয়।
- যেমন: "লাঠি দ্বারা সাপটি মারা হলো।" এখানে ‘দ্বারা’ তৃতীয়া বিভক্তি নির্দেশ করছে।