তুজুক-ই-বাবুরী গ্রন্থটি কোন ভাষায় রচিত? 

A ফার্সি 

B তুর্কি

C আরবি 

D উর্দু 

Solution

Correct Answer: Option B

- মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহম্মদ বাবর তুর্কি ভাষায় 'তুজুক-ই-বাবুরী' বা বাবরনামা নামে তার জীবন স্মৃতি রচনা করেন ।
- তিনিই প্রথম আত্মজীবনী রচনাকারী মোগল সম্রাট।
- এটি মোগল রাজ কর্মকর্তা বৈরাম খান-ই-খানানের পুত্র আবদুল রহিম খান-ই-খানান কর্তৃক ফারসি ভাষায় অনূদিত হয় ।
- এছাড়া মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্নচরিত্র বা স্মৃতিকথা রচিত হয় 'তুজুক-ই-জাহাঙ্গীরী' নামে ।
- আর খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটি নথি 'আইন-ই-আকবরী' । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions