যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে কী বলে?

A কালাধিকরণ।

B ভাবাধিকরণ।

C আধারাধিকরণ।

D প্রযোজক ক্রিয়া।

Solution

Correct Answer: Option B

- এটি অধিকরণ কারকের একটি প্রকারভেদ।
- যখন একটি ক্রিয়াবাচক বিশেষ্য অন্য একটি ক্রিয়ার ভাব, অবস্থা বা কারণ প্রকাশ করে, তখন তাকে ভাবাধিকরণ বলে।
- এতে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ও বলা হয়।
- যেমন: "কান্নায় শোক কমে।" এখানে ‘কান্না’ (ক্রিয়াবাচক বিশেষ্য) ‘শোক কমা’ (ক্রিয়া)-র ভাবটি প্রকাশ করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions