এক খণ্ড রশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হলো। বৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে, ক্ষুদ্রতর অংশ হবে-
A ৮.২ মিটার
B ৯.৬ মিটার
C ৯.৮ মিটার
D ১০.২ মিটার
Solution
Correct Answer: Option B
ধরি,
ক্ষুদ্রতম অংশ = ৩x
বৃহত্তম অংশ = ৪x
প্রশ্নমতে, ৪x = ১২.৮
x = (১২.৮/৪) = ৩.২
∴ ক্ষুদ্রতম = (৩×৩.২) = ৯.৬