`To count the chicken before they are hatched' এর বঙ্গানুবাদ -

A চোর পালালে বুদ্ধি বাড়ে

B আগে দর্শনধারী, পরে গুণবিচারী

C ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না

D গাছে কাঁঠাল গোফে তেল

Solution

Correct Answer: Option D

- 'To count the chickens before they are hatched'- ইংরেজি প্রবাদটির আক্ষরিক অর্থ হলো ডিম ফোটার আগেই মুরগির বাচ্চার সংখ্যা গণনা করা যা বোকামির পরিচায়ক।
- এর ভাবার্থ হলো কোনো কাজ সমাপ্ত হওয়ার আগেই বা ফল পাওয়ার আগেই লাভের আশা করা বা পরিকল্পনা করা।
- বাংলা ভাষায় এই প্রবাদের সমার্থক বা সঠিক বঙ্গানুবাদ হলো 'গাছে কাঁঠাল গোঁফে তেল'
- অন্যদিকে, 'চোর পালালে বুদ্ধি বাড়ে' প্রবাদটির ইংরেজি হলো 'To lock the stable door when the steed is stolen'
- 'ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না' প্রবাদটির ইংরেজি হলো 'Look before you leap'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions