লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১২ কি.মি. ও ৪ কি.মি। নদীপথে ৩২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

A ৪ ঘন্টা

B ৪ (১/২) ঘন্টা

C ৫ (১/২) ঘন্টা

D ৬ ঘন্টা

Solution

Correct Answer: Option D

স্রোতের অনুকূলে, সময় = {মোট দূরত্ব/(লঞ্চের বেগ+স্রোতের বেগ)}

= {৩২/(১২+৪)} = ৩২/১৬ = ২ ঘন্টা 

স্রোতের প্রতিকূলে, সময় = {মোট দূরত্ব/(লঞ্চের বেগ-স্রোতের বেগ)}

={৩২/(১২-৪)} = ৩২/৮ = ৪ ঘন্টা 

∴ মোট সময় = ৪ + ২ = ৬ ঘন্টা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions