Solution
Correct Answer: Option D
- মিসরকে (Egypt) "নীল নদের দান" (Gift of the Nile) বলা হয়।
- এই উক্তিটি করেছিলেন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস।
- এর কারণ হলো, প্রাচীন মিসরীয় সভ্যতা প্রায় সম্পূর্ণরূপে নীল নদের উপর নির্ভরশীল ছিল।
- মরুভূমির বুকে অবস্থিত মিসরের প্রায় সমস্ত উর্বর ভূমি, কৃষি এবং জীবনযাত্রা নীল নদের বার্ষিক বন্যার মাধ্যমে পলি জমে উর্বর হওয়া অঞ্চলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই নদ না থাকলে মিসরীয় সভ্যতা হয়তো কখনোই বিকাশ লাভ করতে পারত না, তাই দেশটিকে নীল নদের দান বলা হয়।