'তারিখ অবধি হিসাব করো' - 'অবধি' অনুসর্গটির অর্থ কী?
A পর্যন্ত
B মধ্যে
C ব্যাপ্তি
D বিরতি
Solution
Correct Answer: Option A
- বাক্যে 'অবধি' অনুসর্গটি একটি নির্দিষ্ট সময়সীমা বা শেষ বিন্দু নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে।
- 'তারিখ অবধি হিসাব করো' বাক্যটির অর্থ হলো 'নির্দিষ্ট তারিখ পর্যন্ত হিসাব করো'।
- এখানে 'অবধি' শব্দটি 'পর্যন্ত' (until/up to) অর্থ প্রকাশ করছে।