হুমায়ন আজাদ রচিত বাংলা সাহিত্য বিষয়ক শিশুকিশোরদের গ্রন্থ কোনটি?
Solution
Correct Answer: Option A
- আজাদ, হুমায়ুন (১৯৪৭-২০০৪) কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল তার জন্ম। পিতা আবদুর রাশেদ স্কুল শিক্ষক, মাতা জোবেদা খাতুন গৃহিণী।
- তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির।
- ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন।
- সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
- সাহিত্যস্রষ্টা হিসেবে তাঁর প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ।
তার কিশোর সাহিত্য:
- 'লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী' (১৯৭৬),
- 'ফুলের গন্ধে ঘুম আসে না' (১৯৮৫),
- 'কতো নদী সরোবর বা বাঙলা ভাষার আত্মজীবনী' (১৯৮৭),
- 'আব্বুকে মনে পড়ে' (১৯৮৯),
- 'বুক পকেটে জোনাকি পোকা' (১৯৯৩),
- 'আমাদের শহরে একদল দেবদূত' (১৯৯৬),
- গন্ধরাজ' (২০০৩),
- 'Our Beautiful Bangladesh' (২০০৪)।