কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
A ৩৫০ জন
B ৪০০ জন
C ৪৫০ জন
D ৫০০ জন
Solution
Correct Answer: Option D
ধরি, মোট পরীক্ষার্থী ১০০ জন
ফেল করে = ( ১০০ - ৮৫ ) = ১৫ জন
১৫ জন ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০ জন
১ " " " " (১০০/১৫) "
৭৫ " " " " {(১০০×৭৫)/১৫}
= ৫০০ জন