বার্ষিক শতকরা ৫.০০ টাকা হার সুদে কত সময়ে ৩০০ টাকা সুদ-আসলে ৪০৫ টাকা হবে?
Solution
Correct Answer: Option B
সুদ I = সুদাসল - আসল
⇒ সুদ I = (৪০৫ - ৩০০) = ১০৫ টাকা
আসল, P = ৩০০ টাকা
মুনাফার হার, r = ৫.০০
আমরা জানি, I = Prn
বা, n = (I/Pr)
= {(১০৫×১০০)/(৩০০×৫)
= ৭ বছর