Solution
Correct Answer: Option B
শবর পা (বা শবরপাদ) ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। চর্যাপদ সঙ্কলনে তাঁর দুটি পদ (২৮ ও ৫০) রয়েছে, যেখানে অরণ্যবাসী শবর-শবরী দম্পতির জীবনচিত্র অঙ্কিত হয়েছে। এটি নির্দেশ করে যে, তিনি পাহাড়ি শবর অর্থাৎ শিকারোপজীবী ছিলেন। পরবর্তীকালে গুরুর নিকট দীক্ষা নিয়ে ও সাধনায় সিদ্ধি লাভ করে তিনি ধর্মগুরুর মর্যাদা লাভ করেন।
তাঁর নামের 'শবর' অংশটি তাঁর শবর জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, তবে এটি 'শবরীর পতি' নির্দেশ করে না। তাঁর জীবনীতে হস্তীবিশারদ হওয়ার উল্লেখ পাওয়া যায় না।