Solution
Correct Answer: Option C
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমনঃ
-বিভিন্ন বুলি বলে যে = হরবোলা
-জলে চরে যা = জলচর
-তেমনি, মধু আহরণ করে যে = মধুপ
-জল দেয় যে = জলদ
-মন হরণ করে যে - মনোহারিণী