বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

A যমুনা

B মেঘনা

C পদ্মা

D ধলেশ্বরী

Solution

Correct Answer: Option B

-মেঘনা  নদীটি দৈর্ঘ্য ১৫৬ কিলোমিটার, গড় প্রস্থ ৩৪০০ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার।
-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১৭।
-মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions