উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালিকে বলে-
Solution
Correct Answer: Option A
⇒ প্রস্বেদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা, কাণ্ড বা ফুলের মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গত হয়।
⇒ এটি মূলত স্টোমাটা (রন্ধ্র) দিয়ে ঘটে এবং এ প্রক্রিয়া উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
⇒ উদাহরণ: দিনের বেলায় সূর্যের তাপে উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গত হওয়াকে প্রস্বেদন বলে।