Solution
Correct Answer: Option A
দৌলত কাজী সপ্তদশ শতাব্দীর একজন বাঙালী কবি। তিনি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা করেন যেটই লৌকিক সাহিত্যের প্রথম কাব্য এবং কাব্যটি মোট ৩ টি খণ্ডে বিভক্ত ছিল।তার মোট ৭টি গ্রন্থের সন্ধান পাওয়ায় যায়। এগুলো হলোঃ
- পদ্মাবতী,
- সয়ফুলমুলক বদিউজ্জামাল,
- সপ্ত পয়কর,
- সিকান্দরনামা,
- তোহফা বা তত্ত্বোপদেশ,
- রাগতালনামা এবং
- দৌলত কাজীর অসমাপ্ত 'সতীময়না-লোর-চন্দ্রানী'।
এর মধ্যে তার শ্রেষ্ঠ কাব্য হলো পদ্মাবতী। এটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর রচিত পদুমাবৎ কাব্যের অনুবাদ।
∎ মধ্যযুগের অন্যনা কবি ও সাহিত্যিকদের অবদানঃ
- দৌলত উজির বাহরাম খান : লাইলী মজনু
- মুহম্মদ কবীর : মধুমালতী
- সাবিরিদ খান : হানিফা-কয়রাপরী, বিদ্যাসুন্দর, রসুল বিজয়
- দোনাগাজী চৌধুরী : সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
- দৌলত কাজী : সতীময়না ও লোরচন্দ্রানী
- আলাওল : পদ্মাবতী
- আবদুল হাকিম : লালমতী সয়ফুলমুলুক, কারবালা ও শহরনামা।
- নওয়াজিস খান : গুলে বকাওলী
- মুহম্মদ মুকীম : মৃগাবতী
- সৈয়দ সুলতান : নবীবংশ।