Solution
Correct Answer: Option D
লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয়কাব্য 'চন্দ্রাবতী' রচনা করেন রোসাঙ্গ রাজসভার বাঙ্গালী কবি কোরেশী মাগন ঠাকুর।
- আরাকানকে বাংলা সাহিত্যে রোসাঙ্গ বা রোসাং নামে অভিহিত করা হয়।
- ‘চন্দ্রাবতী’ নামে মৈমনসিংহ গীতিকায় একটি গীতিকা রয়েছে। যার রচয়িতা নয়ানচাঁদ ঘোষ।
- আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেনঃ দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করিম খন্দকার, শমসের আলী প্রমুখ।