‘নবীবংশ’ কাব্যটি কার জীবনীর উপর ভিত্তি করে রচিত?

A হযরত মুহাম্মদ (স.)

B হযরত আদম (আ.)

C হযরত ইব্রাহিম (আ.)

D হযরত মুসা (আ.)

Solution

Correct Answer: Option A

- সৈয়দ সুলতান কর্তৃক ফারসি 'কাসাসুল আম্বিয়া কাব্যের অনুসরণে রচিত গ্রন্থ 'নবীবংশ' (১৫৮৪)।
- এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য
- এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল।
- এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'।
- মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য।
- এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস।

তাঁর রচিত অন্যান্য কাব্য:
- 'শব-ই-মিরাজ',
- 'রসুল বিজয়',
- 'জ্ঞানপ্রদীপ',
- 'জ্ঞানচৌতিশা',
- 'জয়কুম রাজার লড়াই',
- 'ইবলিশনামা',
- 'মারফতী গান',
- 'পদাবলি',
- 'ওফাৎ-ই-রসুল'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions