নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

A দৌলত উজির বাহরাম খাঁ

B সাবিরিদ খাঁ

C সৈয়দ সুলতান

D সৈয়দ নূরুদ্দীন

Solution

Correct Answer: Option D

-মহানবী হযরত মুহাম্মদ (স.) ও তাঁর বংশধরদের সাথে সংঘটিত বিভিন্ন যুদ্ধের কাহিনীভিত্তিক রচিত কাব্যই যুদ্ধকাব্য হিসেবে পরিচিত ।
-ইসলাম ধর্মভিত্তিক যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কাহিনী নিয়ে মধ্যযুগের কবি- সাহিত্যিকেরা যুদ্ধকাব্য রচনা করেছেন।
-দৌলত উজির বাহরাম খান রচিত যুদ্ধকাব্য ‘জঙ্গনামা”।
-কারবালা প্রান্তরে ইমাম হাসান ও ইমাম হোসেন এবং তাঁদের পরিবারের সাথে এজিদের মধ্যকার যুদ্ধের বিষাদময় কাহিনী অবলম্বনে ‘জঙ্গনামা’ কাব্যটি রচিত।
-শাহ বারিদ খান রচিত যুদ্ধবিষয়ক কাব্য ‘হানিফা-কয়রাপরী’ ও ‘রসুল বিজয়’ ।
-হজরত আলীর বীরপুত্র হানিফার সঙ্গে সহীরামের রাজকন্যা বীরাঙ্গনা জয়গুনের প্রথম যুদ্ধ, রাজ্যজয় ও ইসলাম প্রচার এবং পরবর্তীতে হানিফা ও জয়গুনের প্রেম-প্রণয়ের কাহিনী ‘হানিফা-কয়রাপরী’ কাব্যে বিধৃত হয়েছে। হ
-যরত মুহাম্মদ (স.) দিগ্বিজয়ে বের হয়ে বহু যুদ্ধে জড়িয়ে পড়েন এবং অনেক শত্রুকে পরাভূত করে ইসলাম ধর্মে দীক্ষিত করেন, যা ‘রসুল বিজয়' কাব্যের মূল উপজীব্য।
-সৈয়দ সুলতান রচিত যুদ্ধকাব্য ‘জয়কুম রাজার লড়াই।
-মধ্যযুগের ধর্মসাহিত্যের কবি সৈয়দ নুরুদ্দিন মোট ৪টি কাব্য রচনা করেন। তিনি কোনো যুদ্ধকাব্য রচনা করেননি।
-মৃত্যু, আজরাইল, রুহ, গোর-আজাব, ইস্রাফিল, কাফন, সাদকা ইত্যাদি সম্পর্কিত ২২টি অধ্যায়ে সৈয়দ নুরুদ্দিন রচিত কাব্য ‘দাকায়েকুল হেকায়েক'।
-কুরআন, হাদিস ও তাফসির থেকে বিষয় নিয়ে তিনি 'রাহাতুল কুলব' বা 'কেয়ামতনামা' কাব্য রচনা করেন। তাঁর রচিত সুফিতত্ত্ব বিষয়ক কাব্য ‘বুরহানুল আরেফিন' এবং প্রশ্নোত্তরমূলক ক্ষুদ্র কাব্য ‘মুসার সওয়াল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions