- ‘ইউসুফ জোলেখা প্রকৃতপক্ষে রোমান্টিক প্রণয়োপাখ্যান।
- আবদুর রহমান জামী কর্তৃক ফারসি ভাষায় রচিত ‘ইউসুফ ওয়া জুলায়খা’ থেকে বাংলায় ‘ইউসুফ জোলেখা' নামে অনুবাদ করেন আবদুল হাকিম।
- ‘ইউসুফ জোলেখা’ রোমান্টিক প্রণয়োপাখ্যানের বাংলা ভাষায় সবচেয়ে সফল ও শ্রেষ্ঠ অনুবাদক শাহ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
- এটি রচনা হয় গিয়াসউদ্দিন আজম শাহের সময়ে।