কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?

A রসুলনামা

B মহাভারত

C পদ্মাবতী

D কীচকবধ

Solution

Correct Answer: Option C

মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান । সৈয়দ আলাওল রচিত ' পদ্মাবতী ' কাব্যগ্রন্থে এ ধারার অন্তর্গত । তিনি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য পদুমাবৎ অবলম্বনে পদ্মাবতী কাব্য রচনা করেন । এ ধারার প্রথম কাব্য শাহ মুহম্মদ সগীর রচিত ইউসুফ জুলেখা।

পদ্মা নিয়ে সব একসাথে মনে রাখুন--
- পদ্মাবতী (কাব্য): আলাওল
- পদ্মাবতী (নাটক): মধুসূদন দত্ত
- পদ্মাবতী (সমালোচনামূলক): সৈয়দ আলী আহসান
- পদ্মা নদীর মাঝি (উপন্যাস): মানিক বন্দোপাধ্যায়
- পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস): আবু জাফর শামসুদ্দীন
- পদ্মাপার (নাটক): জসীম উদদীন
- পদ্মগোখরা (গল্পগ্রন্থ): কাজী নজরুল ইসলাম
- পদ্মরাগ(উপন্যাস): বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
- পদ্মাপুরাণ(মঙ্গলকাব্য): বিজয়গুপ্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions