এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

A পুঁথি সাহিত্য

B কবিগান

C নাথ সাহিত্য

D বৈষ্ণবপদ সাহিত্য

Solution

Correct Answer: Option B

আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে রাষ্ট্রিক ,আর্থিক ,সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে 'কবিওয়ালা ' এবং মুসলিম সমাজে 'শায়েব ' এর উদ্ভব ঘটে ।
- দুই পক্ষের মধ্যে বিতর্কের মাধ্যমে যে গান অনুষ্ঠিত হত তাই কবিগান।
- দুই দলের মধ্যে প্রতিযোগিতাই এর বৈশিষ্ট্য । যারা এ গান গাইত (বিশেষত হিন্দু ) ,তাদের বলা হত কবিয়াল ।
- এন্টনি ফিরিঙ্গী ছিলেন অন্যতম কবিয়াল ।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিগান রচয়িতাদের (কবিয়াল ও শায়ের) জীবনী সংগ্রহ করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions