Solution
Correct Answer: Option D
- তরজা হলো এক প্রকার লোকসংগীত, যা কবিগানের একটি বিশেষ ধারা বা রূপ।
- এটি মূলত দুটি দলের মধ্যে গানের মাধ্যমে তাৎক্ষণিক প্রশ্নোত্তরের লড়াই বা বাগযুদ্ধ।
- এক পক্ষ গান গেয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় এবং অন্য পক্ষ সঙ্গে সঙ্গে গান গেয়ে তার উত্তর দেয়।
- এই প্রক্রিয়ায় বুদ্ধিদীপ্ত ছড়া, হেঁয়ালি এবং ব্যাঙ্গাত্মক উক্তি ব্যবহার করা হয়।