শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

A অডিওমিটার

B অ্যামিটার

C অডিওফোন

D অলটিমিটার

Solution

Correct Answer: Option A

শব্দের তীব্রতা বলতে বোঝায় শব্দ যে পথে চলে তার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি। 
- অডিওমিটার যন্ত্র দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়। 
- অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions