পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
A জাম্বেসি
B জর্ডান
C আমাজন
D দানিয়ুব
Solution
Correct Answer: Option B
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে জর্ডান নদী। এ নদীর দৈর্ঘ্য ২৫১ কিলোমিটার। মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে এ নদীতে মাছ হয় না। এই নদী জর্ডান এবং ইসরায়েলে প্রবাহিত হয়েছে।