কীসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
A প্রতিফলন
B প্রতিসরণ
C প্রতিধ্বনি
D প্রতিসরাঙ্ক
Solution
Correct Answer: Option C
কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির পুনরাবৃত্তি ঘটে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। সমুদ্রের ও কুয়ার গভীরতা প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করা হয়।