‘খেয়াপার করে যে’ তাকে বলা হয়-
A মাঝি
B ঘাটাল
C পাটনী
D কর্ণধার
Solution
Correct Answer: Option C
- খেয়াপার করে যে, তাকে এক কথায় বলা হয় পাটনী।
- মাঝি বলতে বোঝায় যিনি নৌকা চালান।
- ঘাটাল বলতে এবড়ো-থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়।
- কর্ণধার হল নৌকা প্রধান মাঝি।