Solution
Correct Answer: Option B
রামনিধি গুপ্ত, যিনি 'নিধু বাবু' নামেও অত্যন্ত পরিচিত, বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত। তিনিই প্রথম বাংলা ভাষায় টপ্পা গান রচনা করেন এবং হিন্দুস্তানি টপ্পার আদলে নিজস্ব ঢঙে একটি স্বতন্ত্র ধারা তৈরি করেন। তাঁর গানে মানবীয় প্রেম, বিরহ এবং অনুভূতির গভীর প্রকাশ লক্ষ্য করা যায়।
- তাঁর রচিত গানের সংকলন গ্রন্থটির নাম 'গীতিরত্ন'।
- তাঁর লেখা "নানান দেশের নানান ভাষা/ বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা" – এই লাইনটি বাংলা ভাষায় প্রবাদের মর্যাদা পেয়েছে এবং এটি তাঁর স্বদেশপ্রেমের এক उत्कृष्ट উদাহরণ।