১, ১, ২, ৩, ৫, ৮ .............. অষ্টম পদ কত?
Solution
Correct Answer: Option D
পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এ ধরনের সংখ্যাকে 'ফিরোনাক্কি সংখ্যা' বলে ।
প্রশ্নের ধারাটি ফিবোনাক্কি প্যাটার্নে সাজানো ।
প্রথম পদ (১) + ২য় পদ (১) = তৃতীয় পদ (২) ।
২য় পদ (১) + ৩য় পদ (২) = চতুর্থ পদ (৩) ।
একই ভাবে,
৫ম পদ = ৩ + ২ = ৫
৬ষ্ঠ পদ = ৫ + ৩ = ৮
৭ম পদ = ৮ + ৫ = ১৩
৮ম পদ = ১৩ + ৮ = ২১