কোনো মূলধন ৬ বছরের জন্য ধার দেওয়া হয়। লাভের হার প্রথম ৩ বছরের জন্য ৫% এবং শেষ ৩ বছরের জন্য ৪% নির্দিষ্ট করা হয়। ৬ বছর পর লাভসহ টাকার পরিমাণ ১২৭ টাকা হলে মূলধন কত?
Solution
Correct Answer: Option A
মনে করি, মূলধন, x টাকা
প্রথম ৩ বছরে লাভ = x × ৩ × (৫/১০০) = ১৫x/১০০ টাকা
শেষ ৩ " " = x × ৩ × (৪/১০০) = ১২x/১০০ টাকা
প্রশ্নমতে, x + ১৫x/১০০ + ১২x/১০০ = ১২৭
⇒ (১০০x + ১৫x + ১২x)/১০০ = ১২৭
⇒ ১২৭x = ১২৭০০
⇒ x = ১২৭০০/১২৭
= ১০০ টাকা