৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
A ৯ কেজি
B ১২ কেজি
C ১৭ কেজি
D ১৫ কেজি
Solution
Correct Answer: Option A
মনে করি, A হলো ১৭x
B হলো ৩x
C হলো ৪x
প্রশ্নমতে, ১৭x + ৩x + ৪x = ৭২
=> ২৪x = ৭২ => x = ৭২/২৪ = ৩
∴ B এর পরিমাণ = ৩ × ৩ = ৯ কেজি ।