টেবিলের মূল্য চেয়ারের মূল্য অপেক্ষা ৪০০ টাকা বেশি। যদি ৬ টি চেয়ার ও ৬ টি টেবিলের মূল্য একত্রে ৪৮০০ টাকা হয়। তবে টেবিলের মূল্য কত?

A ২০০

B ৪০০

C ৬০০

D ৩০০

Solution

Correct Answer: Option C

ধরি, চেয়ারের মূল্য = x টাকা
তাহলে, টেবিলের মূল্য = x+400 টাকা

শর্তমতে,
6x+ 6(x+400) = 4800
⇒ 12x = 2400
x = 200
∴ টেবিলের মূল্য, x+400 = 600 টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions