চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?

A ২০%

B ২২%

C ১৬ (২/৩) টাকা

D ৩০%

Solution

Correct Answer: Option C

২০% বৃদ্ধিতে, 

চিনির পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ১২০ টাকা 

∴ চিনির ব্যবহার কমাতে হবে ( ১২০-১০০ ) =  ২০ টাকা 

১২০ টাকা ব্যবহার কমাতে হবে ২০ টাকা 
∴ ১     "       "        "       "  ২০/১২০ টাকা 
∴ ১০০  "      "        "      "   (২০×১০০)/১২০
= ১৬ (২/৩) টাকা
অর্থাৎ চিনির ব্যাবহার শতকরা ১৬ (২/৩) % কমাতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions