একটি ভগ্নাংশের লব, হর অপেক্ষা ১৩ কম। লবের সাথে ৩ যোগ করলে এবং হর হতে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ গঠিত হয়, তার মান ৩/৪, ভগ্নাংশটি কত?
A ১২/২৫
B ১৯/২৫
C ২৫/১২
D ১৫/২৫
Solution
Correct Answer: Option A
ধরি,
লব = x, হর = x+13
ভগ্নাংশ = x/x+13
প্রশ্নমতে, x+3/x+13-5 = 3/4
x+3/x+8 = 3/4
4x+12 = 3x+24
x=12
ভগ্নাংশ = 12/25