IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-
A প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
B মানবাধিকার সংরক্ষণ করা
C পানি সম্পদ সংরক্ষণ করা
D আর্ন্তজাতিক সন্ত্রাস দমন করা
Solution
Correct Answer: Option A
IUCN এর পূর্ণরূপ International Union for the Conservation of Nature. বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে ১৯৪৮ সালে ৫ অক্টোবর প্রতিষ্ঠিত IUCN। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।